‘আজকাল শুধু গান গেয়ে সংসার চালানো যায় না’ বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে আক্ষেপ গায়িকা শ্রাবণী সেনের

শ্রাবণী সেন

বাংলা সঙ্গীত জগতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেনের আলাদা করে পরিচিতি দেওয়ার মত কিছু নেই। তার কন্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত আজও মুগ্ধ করে সঙ্গীতপ্রেমী মানুষদের। তার আরও একটা পরিচয় হল তিনি বাংলার শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম সুমিত্রা সেনের একমাত্র কন্যা।

তবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাবে অনেকটাই পাল্টেছে পরিস্থিতি। সম্প্রতি ‘গপ্পো সপ্পো…কিছু গল্প…কিছু মনের কথা’ অনুষ্ঠানে অকপটে গায়কা তার মনের কথা জানিয়েছেন। এদিন সঙ্গীত জগতের নানা প্রতিকূলতা ও পরিবর্তন নিয়েও কথা বলেন গায়িকা।

গায়িকার কথা অনুযায়ী, যারা খুব একটা বেশি সোশ্যাল মিডিয়ায় একটিভ নয়, কিংবা যাদের ফলোয়ার্স কম তারা ক্রমশ বর্তমান যুগের পরিস্থিতি থেকে পিছিয়ে পড়ছে। বরং শিল্পীদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবং তাদের কাজকে প্রকাশ্যে আনতে সক্ষম হতে গেলেও সোশ্যাল মিডিয়াই একমাত্র ভরসা।

শ্রাবণী সেনের কথায়, আজকাল শুধু গান গেয়ে সংসার চালানোটা খুব কঠিন। তার গানে যদি ৩০০ টা লাইক ওঠে, অন্য কারোর গানে দেখা যাচ্ছে লাখ লাখ লাইক উঠে গেছে। সত্যিই বদলে যাওয়া সময় মেনে নিতে কষ্ট হচ্ছে গায়িকার।

গায়িকার কথায় স্পষ্ট যে, তরুণ প্রজন্মের কাছে সঙ্গীতের গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা তথা ডিজিটাল দুনিয়ার উপর।