গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালি

রূপঙ্কর বাগচী

প্রেম দিবসে মন খারাপ গায়ক রূপঙ্কর বাগচীর। শুক্রবার সমাজমাধ্যমে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন রূপঙ্কর। আর সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালি লাহিড়ী। কিন্তু কি হয়েছে চৈতালির? এখন কেমনই বা আছেন তিনি?

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে রূপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে গায়ক জানিয়েছেন, চৈতালির কোলনে একটা ইনফেকশন হয়েছে। সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। রূপঙ্কর বললেন, ‘গত পরশু ওকে ভর্তি করানো হয়েছে। ওষুধপত্র চলছে। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছে চৈতালি।’

মাস দু’য়েক আগেও UTI-এর সমস্যা হয়েছিল রূপঙ্কর-পত্নীর। সেই সময়তেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।

আগামী সোমবার তাকে বাড়ি ফেরার অনুমতি দিতে পারে চিকিৎসকেরা। এমনকি প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে চৈতালির উদ্দেশে রূপঙ্কর লিখেছেন, ‘সুখে-দুঃখে, বিপদে-সম্পদে পরস্পরের সঙ্গে আছি, ছিলাম, থাকব। শুভ প্রেম দিবস।’ এই মুহূর্তে স্ত্রীয়ের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন গায়ক।