গানের জগত ছেড়ে বহুদিন পর ছোটপর্দায় গায়ক রূপঙ্কর বাগচী

রূপঙ্কর বাগচী

বাংলার জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। গানের জগতের পর অভিনয় জগতেও পা রেখেছেন অনেক আগেই। স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল।

বহুদিন পর আবার তাকে ছোটপর্দায় দেখা যাবে। চলতি সপ্তাহে আসছে জি-বাংলার রান্নাঘরের বৈশাখী আড্ডা। আর এদিন এক ঝাঁক সেলিব্রেটিরা উপস্থিত থাকবেন।

আর এই অনুষ্ঠানের হাত ধরেই আবার ছোটপর্দায় দেখা যাবে রূপঙ্কর বাগচীকে। শুধু রূপঙ্কর নয়, এদিন থাকছেন চান্দ্রেয়ী ঘোষ, ইন্দ্রানী দত্ত, সমদীপ্তা মুখোপাধ্যায়, অহনা দত্ত।