টানা ১১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হল না। মাত্র ৩৫ বছর বয়সেই চিরবিদায় নিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। গায়কের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে।
গত ২৭ সেপ্টেম্বর হিমাচলপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা। সেই সময় থেকেই মোহালির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গায়ক। এমনকি বেশ কিছুদিন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
ভয়াবহ দুর্ঘটনায় মাথা এবং মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছিল রাজবীরের। জানা গিয়েছে, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অবশেষে বুধবার (৮ অক্টোবর) না ফেরার দেশে পাড়ি দিলেন পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা। গায়কের অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পাঞ্জাবি সঙ্গীত জগতে শোকের ছায়া নেমেছে।
২০১৪ সালে ‘মুন্ডা লাইক মি’ গান দিয়ে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন রাজবীর। তারপর প্রাণবন্ত কণ্ঠ অল্প সময়েই শ্রোতাদের মন ছুঁয়েছিল। ‘কালি জওয়ান্দে দি’-সহ বেশ কয়েকটি পাঞ্জাবি ছবির গানের জন্যও তিনি পরিচিত।