তারকা মানেই বিলাসিতা, বিলাসবহুল সৌখিন জিনিস, ঝা চকচকে জীবন। তবে এসবের থেকে একেবারেই ব্যতিক্রম ইমন চক্রবর্তী। বাংলার জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন।
বাংলার প্রথম সারির গায়িকা হলেও একেবারেই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করেন তিনি। সামনেই পয়লা বৈশাখ। নববর্ষ মানেই কেনাকাটা। তবে এত বড় মাপের গায়িকা হলেও গড়িয়াহাট, হাতিবাগান, বেহালা ঘুরে ঘুরে চৈত্র সেলে কেনাকাটা করতে দেখা গেল গায়িকাকে।
নিজেই তার সোশ্যাল একাউন্টে একটি ভিডিও শেয়ার করেন ইমন। ভিডিওতে দেখা যায় গড়িয়াহাটের ফুটপাতে সেলের শপিং করছেন। জিনিস কিনতে কিনতে তাকে বলতে শোনা যায়, ‘গড়িয়াহাটের চৈত্র সেলের শপিং সেরা। চলো…’ আর তারপরেই মাস্ক পরে দোকানগুলো ঘুরতে দেখা যায়। সঙ্গে ছিলেন গায়িকার বাবা।
এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তারকা হয়ে এত সাধারণ হওয়ায় প্রশংসা জানিয়েছেন সকলে।
View this post on Instagram