“আমার বরের কোনও সমস্যা নেই…”, এবার সায়কের সঙ্গে বিতর্কে মুখ খুললেন গায়িকা দেবলীনা

সায়ক-দেবলীনা

অভিনয় জগতের পাশাপাশি একজন ব্লগার হিসাবে প্রায়শই চরচায় থাকেন সায়ক চক্রবর্তী। মাঝে মধ্যেই সায়কের ব্লগে নজরে আসেন তার পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলেই। তবে এবার বান্ধবী জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। সায়ক-দেবলীনা’র বন্ধুত্ব নিয়ে এবার কটাক্ষ করলেন নেটিজেনরা।

সম্প্রতি শেয়ার করা সায়কের একটি ভিডিয়োতে দেখা যায় দেবলীনার সঙ্গে তিনি এই বিষয়েই কথা বলছেন। সেখানে সায়ককে বলতে শোনা যায় দেবলীনার কাঁধে হাত দিয়ে ফটো তোলা নিয়ে তাঁদের কটাক্ষ করেছেন নেটিজেনরা।

যা শুনে দেবলীনাও বেশ অবাক হন। সায়ক বলেন, ‘নেটিজেনরা অনেকেই বলছেন ‘এটা কী ধরনের বন্ধুত্ব? এই ভাবে ছবি কে তোলে?’ আমরা কী করেছি ছবিতে?

দেবলীনা বলেন, ‘আমি না এই সব দেখি না। কারণ অনেক সময় এমন বলতে শোনা যায় যে বিয়ে হয়ে গিয়েছে বলে আমি নাকি মিউজিক ভিডিয়োতে অন্য হিরোদের সঙ্গে কাজ করতে পারব না। আমি যে ভাবে সায়কের সঙ্গে মিশেছি বিয়ে হয়ে গিয়েছে বলে তেমন ভাবে নাকি মিশতে পারব না। এটা তো হয় না। আমি যেমন আমি তেমনই থাকব।’

গায়িকা আরও বলেন, ‘সায়ক আমার অনেকদিনের বন্ধু আমি ওঁর সঙ্গে যে ভাবে মিশেছি সেই ভাবেই মিশব। এটা নিয়ে আমার বরের কোনও সমস্যা নেই। আসলে যাঁরা সুস্থ মানুষ তাঁদের কোনও সমস্যা থাকে না। যাঁদের সমস্যা আছে একবার গিয়ে ডাক্তারের কাছে চেকআপ করে আসুন দয়া করে। কমেন্টে বমি করতে আসবেন না।’

এরপর সায়ক বলেন, ‘বেশ হয়েছে। আপনাদের শুনিয়ে দিয়েছি খুব মজা পেয়েছি।’ ভিডিয়োটি পোস্ট করে সায়ক ক্যাপশনে লেখেন, ‘কেন লোকের বউ কে জড়িয়ে ফটো তুলেছি, এমন কমেন্টে ভরিয়ে দিয়েছে আমায়, রইল উত্তর।’