জনপ্রিয়তা পেলেই যে শুধু সুনাম হবে তা কিন্তু নয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের সমালোচক নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী। নিজের গান দিয়েই দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। তার ব্লগ দেখতে পছন্দ করেন অগণিত মানুষ।
এতদিন নেটিজেনদের প্রতি ভালোবাসা দিয়ে থাকলেও এবার তাদের আচরণে ক্ষেপে উঠলেন দেবলীনা। আর হবেই না কেন, গায়িকা মাকে নিয়ে আজে-বাজে কথা বলছেন তারা। নিজেকে নিজে কু-মন্তব্য শুনে নিলেও কোন মেয়েই তার মাকে নিয়ে বাজে কথা শুনেত রাজী নয়, ব্যতিক্রম নয় দেবলীনাও।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে গায়িকাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল। ভিডিও থেকে জানা যাচ্ছে অনেকে গায়িকার মাকে ‘বাজে দেখতে’ এসব বলে কু-মন্তব্য করছে।
ভিডিওতে দেবলীনা জানান, ‘অনেকেই দেখছি আমার মাকে নিয়ে অবসেসড। এটা নতুন না। আগাগোড়া আমি এটা দেখেছি। আমাকে এসে বলছে, এটা তোমার মা, দেখে তো মনে হয় না! আমি অবাক হয়ে যাই, কী ভেবে বলে, ভাবে কি আমি খুশি হব? কোনো সুসন্তান কি খুশি হতে পারে?’
তিনি আরও বলেন, ‘মা বাজে দেখতে, এটা তোমাদের কে বলল? তোমরা কে বিচার করার? মা যেমনই হয়, সে তো মা-ই হয়। তোমরা কি গাছ থেকে টপকেছ? জানো না মাকে নিয় বললে, সন্তানের কেমন লাগে। ‘আমার মা দেখতে ভালো না, আমার মা হাসে না! আরে ভাই… আমি যদি কখনো সুযোগ পাই, আমার মায়ের বিয়ের আগের ছবি দেখাব। এত কিছু সহ্য করেছে। আমরা যে কেউ থাকলে হাল ছেড়ে দিতাম। মা কিন্তু টিকে থেকেছে, শেষ পর্যন্ত দেখবে বলে…।’