ডিসেম্বর মাসেই বিয়ে সেরেছেন জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী। বাংলা গানের জগতের অতি পরিচিত মুখ তিনি। ইউটিউব থেকে ফেসবুক সর্বত্রেই তার অনুরাগীর সংখ্যা লক্ষাধিক।
গত ১০ ই ডিসেম্বর পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন অভিনেত্রী। কর্মসূত্রে বরকে শহর ছেড়ে এদিক-ওদিক ছুটে বেরাতে হয়। তাই দেবলীনা সময় কাটানোর জন্য নতুন সঙ্গী নিয়ে এলেন। নিজেই তার সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন।
দেবলীনার সঙ্গী হল একটি মিষ্টি সারমেয়। আর সেটা উপহার দিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। সায়কের সঙ্গে একটি কুকুরছানা কোলে ছবি দিয়ে তার নতুন সঙ্গীর সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিলেন। সারমেয় নাম রেখেছেন লুনা।