এবার গানের পর অভিনয়ে পা রাখতে চলেছেন গায়িকা দেবলীনা নন্দী। রানা সরকারের প্রযোজনায় মহুয়া রায়চৌধুরীর জীবনীছবিতে নাকি দেবলীনা শুধু গানই গাইবেন না, অভিনয়ও করবেন। শোনা যাচ্ছে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় থাকবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক এবং তার দিদির ভূমিকায় অভিনয় করবেন দেবলীনা নন্দী।
এই ছবিতে একদিকে গান গাইবেন, তো আরেকদিকে অভিনয়ও করবেন। এই সিনেমার হাত ধরেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পরেই গায়িকার জীবনে এলো বড় সুযোগ।
আনন্দবাজার ডট কম-কে রানা বলেছিলেন, “মহুয়ার জীবনের সঙ্গে দেবলীনার জীবনের অনেক মিল। মহুয়াও এ ভাবে নীরবে অত্যাচার সহ্য করেছিলেন। সেই যন্ত্রণা দেবলীনাই গানে ফোটাতে পারবেন। তাই তাঁকে নেওয়া।”
প্রসঙ্গত, কিছুদিন আগে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মৃত্যুর পাঞ্জা লড়েছেন। শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারের জন্যই এই পথ বেছে নিয়েছেন গায়িকা। তবে আপাতত তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন।

