গায়ক অরিজিৎ সিংয়ের মা বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। ফেসবুকে এক স্বেচ্ছাসেবীর পোস্টের মাধ্যমে জানা গিয়েছিল এই খবর। তারপর থেকেই পাশে এসে দাঁড়ান সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে সাধারণ মানুষ।
#Copied
গায়ক অরিজিৎ সিংয়ের মা–র জন্য এ নেগেটিভ ডোনার চাই আগামীকাল ঢাকুরিয়া আমরিতে। উৎসাহী রক্তদাতারা যোগাযোগ করুন নিতাশার সঙ্গে 8017197476 নাম্বারে।।— Srijit Mukherji (@srijitspeaketh) May 5, 2021
স্বস্তিকা ও সৃজিতের মতো একাধিক তারকারা। তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই পোষ্ট শেয়ার করেন। তারপর থেকেই ফেসবুকে পেজে পেজে ছড়িয়ে পড়ে এই পোষ্ট। খবরের সূত্র অনুযায়ী, পাওয়া গেছে বেশ কিছু এ নেগেটিভ গ্রুপের ডোনার। অবশেষে মিলেছে রক্ত। সোশ্যাল মিডিয়ায় সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় গায়ক অরিজিৎ । তবে পাশাপাশি সকলের জন্য বার্তা দেন “আমার যশ বা খ্যাতির জন্য কিছু করতে যাবেন না। সবার পাশে সবার দাঁড়ানো উচিত, কারো একার পাশে নয়”।
সুত্রের খবর কিছুদিন আগেই তার মায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসেন। জিয়াগঞ্জে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি আরও খারাপ হয়ে আসে। যার দরুন দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। শরীরে প্লেটলেট সংখ্যা একেবারেই কমে যাওয়া ব্লাডের প্রয়োজন হয়। তবে এই কঠিন সময়ে অরিজিৎ সিংয়ের পাশে এসে দাঁড়ান তারকা থেকে বহু মানুষ।