বিয়ের সাত বছর পর সুখবর দিলেন গায়িকা অদিতি মুন্সী

অদিতি মুন্সী

কীর্তন-কৃষ্ণনাম গেয়েই ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা পান অদিতি মুন্সী। তার মিষ্টি গলা শ্রোতাদের মন জয় করে নেয় নিমেষে। হিন্দি বলিউডি গান বা বাংলার লায়ে লাপ্পা গান নয় বরং অদিতির কনসার্টে মানুষ ভিড় জমান তাঁর গলায় কীর্তন, কৃষ্ণগান শোনার জন্য।

মিষ্টি হাসি, লক্ষ্মী ঠাকুরের মতো ছোটখাটো চেহারার অদিতিকে বাংলা চিনেছে কীর্তনের সুরে। ২০১৮ সালে সেই অদিতির সঙ্গে দেবরাজের বিয়ে হয়। বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয় দু’জনের। আর বিয়ের পরেই জমজমাট রোম্যান্স। এই মুহূর্তে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি। বিধায়ক হওয়ার পর নিয়মিত গানের অনুষ্ঠানে পাওয়া গিয়েছে অদিতিকে।

বছরশেষে গানপাড়ায় সুখবর! বিয়ের সাত বছরের মাথায় সুখবর জানালেন গায়িকা অদিতি মুন্সী। মা হতে চলেছেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সী। এমনটাই খবর টলিপাড়ায়। বর্তমানে অদিতি প্রেগন্যান্ট। তবে সেই বিষয়ে কোনও ঘোষণা হয়নি এখনও।

গায়িকা হিসাবে তিনি যেমন পরিচিত মুখ তেমনই রাজনীতির ময়দানেও অদিতির ভূমিকা নজর কেড়েছে। তবে এবার ব্যক্তিগত জীবনে মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অদিতি।

অদিতি মুন্সী