দুঃসংবাদ! প্রয়াত চলচ্চিত্র জগতের জনপ্রিয় বর্ষীয়ান তারকা

সুরকার অধীর বাগচী

সরস্বতী পূজার শুভ দিনের মাঝেই খারাপ খবর টেলি ইন্ডাস্ট্রিতে। প্রয়াত চলচ্চিত্র জগতের জনপ্রিয় বর্ষীয়ান তারকা গায়ক, সুরকার অধীর বাগচী। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮০। শনিবার দুপুর ১২.১৫ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন। শনিবার দুপুরেই গত হন গায়ক।

সুরকার অধীর বাগচী

একাধিক সিনেমায় গানের সুর দিয়েছেন তিনি। ‘বনবাসর’, ‘দুই পুরুষ’-এর মতো ছবির গানে সুর দিয়েছেন। অধীর বাগচীর মৃত্যুর খবরে শোকাহত ইন্ডাস্ট্রি।