রুপোলি পর্দার জগতে অভিনেতা অভিনেত্রীদের জীবন দেখে যতটা স্বাছন্দ্যের মনে হয়। মেকআপের আড়ালে তাদের জীবনের লড়াইটা কিন্তু ততটাও সহজ নয়। সাধারন মানুষ থেকে তারকা হয়ে ওঠার পিছনে থাকে অনেকটা স্ট্রাগল।
তেমনই স্ট্রাগল ছিল জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জীবনেও। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখানে রানীমার ছোটবেলা, মাঝবয়সী থেকে শুরু করে বৃদ্ধ বয়সের ভূমিকায় অভিনয় করে মুগ্ধ করেছিলেন দর্শককে।
তবে অনেকেই হয়ত জানেন না, ক্লাস নাইনে পড়াকালীন সময় থেকেই সংসারের হাল ধরতে হয়েছিল ছোট্ট দিতিপ্রিয়াকে। শুধু তাই নয়, টেলিভিশনের পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি পড়াশোনাও করে গিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে, কোন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, ধারাবাহিকে কাজ শুরুর আগেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পরেন তার বাবা। আর সেই মুহূর্তে সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই বিনোদন দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী।
দিতিপ্রিয়ার কথায়, সেই সময় কর্তব্য দায়িত্বর পাশাপাশি তাকে যে মানসিক চাপ নিতে হয়েছে তার থেকেও বড় বিষয় হল সে তার বাবাকে আজও বাবা বলে ডাকতে পারছেন। আর এর থেকে বড় কিছু অভিনেত্রীর কাছে হতে পারে না। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।