
গত এপ্রিলে শেষ হয়েছে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি অভিনীত ধারাবাহিক ‘অমরসঙ্গী’। মাঝে কেটে গিয়েছে দু’মাস, শ্যামৌপ্তিকে পর্দায় দেখেননি দর্শক। এখন কী ভাবে সময় কাটছে অভিনেত্রীর? কবে আবার পর্দায় দেখা যাবে তাকে?
আনন্দবাজার ডট কমকে শ্যামৌপ্তি বললেন, ‘হিসাব কষে দেখলে কিন্তু, এখনও খুব বেশি দিন হয়নি। মাত্র দু’মাস হয়েছে। ১৪ ঘণ্টা টানা শুটিং আর মাসে একটা ছুটি। তাই একটা কাজ শেষ হওয়ার পরে কিছু দিনের বিশ্রামের প্রয়োজন হয়।’
শ্যামৌপ্তি আরও বলেন, ‘নিজের শরীরচর্চার দিকে গুরুত্ব দিয়েছি। রোজ সকালে জিমে যাই। নানা ধরনের বই পড়ছি।’ পাশাপাশি, ব্যবসার দিকেও মন দিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর ঝুলিতে বেশ কিছু হিট ধারাবাহিক। যদিও ধারাবাহিক শেষ হওয়ার আগে থেকেই নতুন কাজের অনেক সুযোগ এসেছে তার কাছে তবে মনের মত চরিত্র পাচ্ছেন না। শ্যামৌপ্তি বললেন, ‘যতক্ষণ না মনের মতো কাজের সুযোগ আসছে, তত ক্ষণ করার ইচ্ছা নেই।’