১৩ বছরের ফারাক! ‘কম বয়সে বিয়ে করছি বলে আমার কেরিয়ার নষ্ট…’, রণজয়ের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন গুড্ডি ওরফে শ্যামৌপ্তি মুদলি

শ্যামৌপ্তি মুদলি

পর্দার গুড্ডি অনুজের বিয়ে এবার বাস্তবে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের দিন চার হাত এক হতে চলেছে। গুড্ডি ধারাবাহিকের সেট থেকেই তাদের বন্ধুত্ব শুরু। যদিও প্রেমের প্রসঙ্গ বারবার এগিয়ে গেছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি।

তবে সত্যি কি আর লুকনো যায়? অবশেষে তাদের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। তার আগেই আনন্দবাজার ডট কম-এর কাছে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন শ্যামৌপ্তি।

অভিনেত্রী এই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিয়ের কেনাকাটা শুরু না করলেও, ওই দিনে কেমন সাজবেন তা অনেক দিন থেকেই মনে মনে ঠিক করে রেখেছেন। বিয়েতে তিনি বেনারসি পরতে চান না, কিন্তু লালরঙের শাড়িতে সাজতে চান। ১৪ ফেব্রুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টায় বিয়ের লগ্ন।”

অভিনেত্রী বলেন, “আমি বা রণজয় কেউই আড়ম্বর পছন্দ করি না। তাই ছিমছাম ভাবেই বিয়ের পরিকল্পনা করেছি। আমাদের বন্ধুবৃত্ত প্রায় এক। তাই এক দিনেই সব হবে। এক সপ্তাহ ধরে বিয়ের কোনও পরিকল্পনা নেই। এ দিক থেকে দুই পরিবারকেও ধন্যবাদ, সবাই আমাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন। এখনও কোনও কিছু কেনা শুরু করিনি। নেমন্তন্ন করাও হয়নি। এ বার শুরু করব। শুটিংয়ে এত বার কনে সেজেছি। নিজের বিয়েতে এমন ভাবে সাজতে চাই যে আমাকে যেন শ্যামৌপ্তির মতোই লাগে, পর্দার কোনও চরিত্র যেন মনে না হয়।”

বিয়ের তারিখ সামনে আসার পর বয়সের পার্থক্য নিয়ে শুরু হয় কটাক্ষ। রণজয়ের থেকে ১৩ বছরের ছোট শ্যামৌপ্তি। বয়সের ফারাক প্রসঙ্গ অভিনেত্রী জানান, “বিভিন্ন জন লিখছেন আমার কম বয়সে বিয়ে করা নিয়ে বা ওর সঙ্গে বয়সের ফারাক নিয়ে। কিন্তু এটা যে বড় কোনও কারণ হতে পারে, তা মন থেকে আমি কখনও অনুভব করিনি। কখনও ভাবিনি কম বয়সে বিয়ে করছি বলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমি এরকম জীবনই চেয়েছিলাম।আমরা একসঙ্গে গোটা পৃথিবী ঘুরতে চাই। পরস্পরের সঙ্গে বেড়ে উঠতে চাই। দু’জনের চাওয়াই এ ক্ষেত্রে এক। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত। আমাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এই ফারাক আছে বলেই আমাদের সম্পর্কটা বিয়ে অবধি গড়িয়েছে। এই জন্য কোনও সমস্যা হলেও আমাদের সম্পর্কে তার প্রভাব পড়ে না।”