বাংলা ধারাবাহিকে বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যাদের চোখের এক্সপ্রেশন কথা বলে। তাদের অভিনয় বরাবর দর্শকের মন ছুঁয়ে যায়। এরকম একজন অভিনেত্রী হলেন শ্যামৌপ্তি মুদলি। ‘গুড্ডি’ ধারাবাহিকে তার অভিনয় দেখে রীতিমতো অবাকই হয়েছিলেন দর্শক।
একাধিক জনপ্রিয় মেগায় কাজ করার পর এবার জীবনে বড় অধ্যায়ে পা রাখতে চলেছেন শ্যামৌপ্তি। তবে কি বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? তাকে শেষবারের মত ছোটপর্দায় দেখা গেছে ‘অমরসঙ্গী’ ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হতেই এবার নিজের জীবনে নতুন ইনিংস শুরু করলেন শ্যামৌপ্তি।
বড় পর্দায় পা রাখতে চলেছেন শ্যামৌপ্তি। তাও আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবিতে। শ্যামৌপ্তিকে দেখা যেতে চলেছে শিবপ্রসাদ- নন্দিতার আগামী ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এ।
সম্প্রতি ওয়েব সিরিজেও পা রেখেছেন অভিনেত্রী। তবে এবার বড় পর্দায় অভিনেত্রীর অভিনয় দর্শকের জন্য কি চমক আনে সেটাই দেখার পালা।

