শ্যামলী না অনন্যা, কাকে বিয়ে করবে অনিকেত? ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নয়া চমক

কোন গোপনে মন ভেসেছে

জমে উঠেছে জি-বাংলা’র অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র সাম্প্রতিকতম এপিসোডগুলি। বর্তমানে ধারাবাহিকের গল্প বেশ সাসপেন্স রাখছে।

যারা নিয়মিত এই ধারাবাহিক দেখেন তারা জানেন, অনিকেত আর অনন্যা বিয়ের পিঁড়িতে। শ্যামলীর সাথে অভিমানের জেরে অনন্যাকে বিয়ে করছে অনিকেত। এদিকে বরের বিয়ের সমস্ত কাজ নিতে হাতেই করছে শ্যামলী। এই বিয়ের পর্ব প্রায় ৪-৫ দিন ধরে টানছে যা দেখে দর্শক বুঝে উঠতে পারছেন না শেষপর্যন্ত অনিকেত কার গলায় মালা দেবে।

শ্যামলী না অনন্যা, কাকে বিয়ে করবে অনিকেত? শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। এদিকে এক সাক্ষাৎকাড়ে শ্যামলী জানিয়েছে সে নিজের হাতে বরের বিয়ে দেবে। যা নিয়ে আরও কৌতূহল জাগাচ্ছে। সত্যি কি তাহলে অনন্যাকে বিয়ে করবে অনিকেত? আবার ভেঙে যাবে শ্যামলী-অনিকেতের সম্পর্ক? সেটা সময় বলবে।