কনের সাজে নজর কাড়লেন ‘কোন গোপনে’ এর শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য

শ্বেতা ভট্টাচার্য

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নায়িকা শ্যামলী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যিনি ছোটপর্দার জনপ্রিয় মুখ। এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে বিয়ে করেছেন।

পর্দার মতোই বাস্তবেও খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্বেতা। জানুয়ারি মাসেই অভিনেতা রুবেল দাসের সঙ্গে তার বিয়ে। তবে তার আগেই কনের সাজে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী।

সম্প্রতি ফ্যাশন স্টাইললিস্ট রুদ্র সাহা তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেন। আর এই ভিডিওতে কনের সাজে দেখা মিলল শ্বেতার। লাল বেনারসি, কপালে চন্দন, মাথা ভর্তি সিঁদুরে আরও একবার নজর কাড়ল অভিনেত্রী।

নেটিজেনরা অভিনেত্রীর লুকে মুগ্ধ। এই ভিডিওতে রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় কমেন্ট করে লেখেন, ‘আমার বনুটা তো একদম লক্ষ্মীঠাকুর… ওকে সাজিয়ে নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছো তোমরা… আমি শুধু wait করছি- সত্যিকারের সিঁদুর পড়বে যেদিন- সেদিন শ্বেতা এর রূপের দিকে তাকালে, আমাদের ভাইটার রুবেলের চোখে ধাঁধা না লেগে যায়।’