বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। পর্দায় তাকে শেষ দেখা গেছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। আপাতত অভিনেত্রী ছুটির মুডে থাকলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত চর্চায় থাকেন অভিনেত্রী। আর সেখান থেকেই জানা গেল অভিনেত্রীর মায়ের অসুস্থতার কথা।
কি হয়েছে অভিনেত্রীর মায়ের? কেমন আছেন শ্বেতার মা? এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে শ্বেতা বলেন, তাঁর মা খুবই অসুস্থ। গতকাল রাত থেকেই খুব মাথা-ঘাড়ে যন্ত্রণা, বমি বমি ভাব। চিকিৎসক পরামর্শে ব্রেন সিটি স্ক্যান হবে শ্বেতার মায়ের।
শ্বেতার কথায়, ‘এখন মাকে নিয়ে যাচ্ছি। চিকিৎসক বলছেন, অনেকসময় স্ট্রোকের কারণেও হতে পারে। যেটা হয়ত বাহ্যিকভাবে বোঝা যায় না। তাই স্ক্যান করিয়ে যেতে বলেছে।’
অন্যদিকে অভিনেত্রীর সাথেও ঘটে বড় দুর্ঘটনা। রাস্তায় পড়ে পায়ে স্টোনচিপ ফুটে কেলেঙ্কারি অবস্থা শ্বেতার। শ্বেতা জানান, ‘প্রতি মঙ্গলবার পুজোর জন্য নির্দিষ্ট এক ফুল বিক্রেতার কাছ থেকেই ফুল নিই। আমি তাড়াতাড়ি রাস্তা পাড় হতে গিয়েছিলাম। তখনই হোঁচট খেয়ে পড়ে যাই। হাঁটুতে লেগেছে। স্টোনচিপ ঢুকে গিয়েছে। ব্যথা একটু আছে তবে ঠিক হয়ে যাবে।’
একদিকে নিজের পায়ে চোট তো অন্যদিকে মায়ের অসুস্থতা। নিজের পায়ে ব্যাথা সত্বেও মাকে নিয়ে ক্লিনিকে গিয়েছেন শ্বেতা।

