টেলিপাড়ায় সামনেই বিয়ের সানাই বাজতে চলেছে। জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে শ্বেতা-রুবেল। কিছুদিন আগেই আশীর্বাদ পর্ব সেরেছেন এই দুজনে। বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে চর্চা হচ্ছিল। অবশেষে নিজেরাই সেই সুখবর দিলেন।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল শ্বেতা এবং রুবেলের বিয়ের কার্ড। তবে তারা নিজেরা কেউ এটা প্রকাশ করেনি বরং শ্বেতা ভট্টাচার্যের ঘনিষ্ঠ একজন সেই কার্ড সামনে এনেছেন। যদিও তারিখ তিনিও উল্লেখ করেনি।
গত রবিবার শ্বেতাকে যিনি সাজিয়েছেন সেই কাছের মেকআপ আর্টিস্ট ইনস্টাগ্রাম রিলে শ্বেতার বিয়ের কার্ড ফাঁস করেন। শ্বেতা আর রুবেলের বিয়ের কার্ড লাল রঙের। তাতে লেখা, ‘বিয়ের গপ্পোকথা’।