আকাশি রঙের পোশাকে শ্বেতা-রুবেলের রিসেপশন সাজ, প্রকাশ্যে ভিডিও

শ্বেতা-রুবেলের রিসেপশন সাজ

অবশেষে সামনে এলো শ্বেতা-রুবেলের রিসেপশন সাজ। রিসেপশনে শাড়ি নয়, বরং শ্বেতা বেছে নিয়েছে লেহেঙ্গা। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন তিনি একটু অন্যরকম ভাবে সাজতে চান

শ্বেতা এবং রুবেল রিসেপশনের লুক শেয়ার করে নিয়েছেন ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা। রুবেল পড়েছেন সাদা-রুপোল বন্ধগলা শেরওয়ানি। পাশাপাশি নব-দম্পতিকে অপূর্ব লাগছিল।

শ্বেতার বাহুডোরে রুবেল। দুজন দুজনের দিক থেকে চোখ সরাতে পারছেন না তারা। রুবেল বারাসাতের ছেলে। খুব সম্ভবত বারাসাতেই বসেছে তাদের রিসেপশনের আসর।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

Previous articleকেদারনাথ মন্দিরের আশেপাশে ঘোরার জায়গা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।