বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস। ২০২৫ সালে জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার মিষ্টি কাপল। তারা যেমন নিজেদের সম্পর্কের কথা কখনোই লুকোননি, ঠিক তেমনি বিয়ের কথা আড়াল রাখেননি।
তবে বিয়ের খবর ছড়িয়ে পড়ার মাঝেই ঘটে যায় এক বিপদ। এক আপন আত্মীয়কে হারান শ্বেতা। গুঞ্জন উঠেছিল শ্বেতা আর রুবেলের বিয়ে পিছিয়ে যাওয়ার। তবে সমালোচনা এড়িয়ে অবশেষে নির্দিষ্ট সময়েই বিয়ে করছেন তারা।
সদ্য সরেছেন আশীর্বাদের পর্ব। শ্বেতা আর রুবেলের আশীর্বাদ হয়েছে পরিবারের সম্মতিতে। তাদের আশীর্বাদের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ জাঁকজমক ভাবেই নিজের আশীর্বাদ সেরেছেন তারা। একই রঙের পোশাক পড়েছেন দুজনে। অভিনেত্রী ভিডিও শেয়ার করে লেখেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হলো নতুন জীবনের প্রথম পদক্ষেপ’।
View this post on Instagram