১৯ শে জানুয়ারি বৈদিক মতে সাত পাঁকে বাধা পড়েছেন ‘যমুনা ঢাকি’র জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাস। বেশ কিছু বছর প্রেম করার পর জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেন তারা।
নিয়ম মাফিক আজ তাদের বৌভাত। সন্ধ্যে বেলায় জমবে রিসেপশনের অনুষ্ঠান। আর তার আগেই সামনে এলো ভাত-কাপড়ের অনুষ্ঠানের ভিডিও। যা দেখে চোখ জুড়ল নেটিজেন।
ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা, যিনি বিয়ে থেকে বৌভাত পর্যন্ত শ্বেতার সাজের দায়িত্বে রয়েছেন, তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্বেতা-রুবেলের ভাত-কাপড়ের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে নেন।
ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের সব রীতি বেশ উপভোগ করছেন নতুন দম্পতি। শ্বেতার পরনে নীল রঙা সিল্কের শাড়ি এবং রুবেল পড়েছেন পাঞ্জাবী। পঞ্চব্যঞ্জন সাজিয়ে শ্বেতার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন রুবেল। শেষে দুজন দুজনকে হাত জোড় করে প্রণামও করলেন।
View this post on Instagram