মাত্র কয়েকদিনের অপেক্ষা! বন্ধুর বাড়িতে একসাথে জমিয়ে প্রথম আইবুড়োভাত খেলেন শ্বেতা-রুবেল

শ্বেতা-রুবেল

যুমনা ঢাকি ধারবাহিকের সেই জুটি এবার বাস্তবে পরিণত হতে চলেছে। আর কয়েকদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস। জানুয়ারিতেই তাদের বিয়ে।

নিজেদের সম্পর্কের কথা কোনদিনই আড়াল করে রাখেননি তারা। কিছুদিন আগেই সেরেছেন আশীর্বাদ পর্ব। তবে এখনো পর্যন্ত বিয়ের তারিখ সামনে আনেন নি। তবে বিয়ের প্রস্তুতি তুঙ্গে।

এবার জমিয়ে আইবুড়োভাত খেলেন হবু দম্পতি।  টলিপাড়ার সেলেব ডিজাইনার রুদ্র সাহা প্রথম শ্বেতা-রুবেলের জন্য  আইবুড়ো ভাতের আয়োজন করেন। তার বাড়িতে কেক কেটে, পঞ্চ ব্যঞ্জনে আইবুড়ো ভাত সারলেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)