মায়ের ৬০ বছর পূরণ! শুটিং এর ব্যস্ততার মাঝে মায়ের জন্মদিনে বিশেষ আয়োজন শ্বেতার

শ্বেতা ভট্টাচার্য

মা অন্ত প্রাণ মেয়ে! মায়ের জন্মদিনে বিশেষ আয়োজন শ্বেতার। সম্প্রতি মায়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যেখানে দেখা যাচ্ছে, মায়ের ৬০ তম জন্মদিন সেলিব্রেট করলেন শ্বেতা।

বেলুন দিয়ে সাজানো ঘর, খাটের উপর রাখা ২টি কেক। শ্বেতা কেক কেটে তা তুলে দিচ্ছে মায়ের মুখে। শ্বেতার মা-ও মেয়ের মুখে তুলে দিলেন এক টুকরো কেক। ছবিতে মা-মেয়ের আদুরে মুহূর্তও ধরা পড়ল। একটি ছবিতে রুবেলকে শাশুড়ির হাত থেকে কেক খেতে দেখা গেল।

ছবি শেয়ার করে শ্বেতা ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। আরও অনেকগুলো জন্মদিন এভাবেই পালন করো। খুব ভালো থেকো মা। সুস্থ থাকো, আর এরকমই হাসিখুশি থেকো। তোমাকে ঘিরে বাঁচি মা।’

শত ব্যস্ততার মাঝেও বাবা-মাকে খুশি রাখার কোনো সুযোগই ছাড়েন না অভিনেত্রী। একবার দিদি নম্বর ১-এ এসে শ্বেতাকে বলতে শোনা গিয়েছিল, ‘বাবা-মা আমার জন্য প্রচুর করেছেন। বাবাকে কোনও দিন পুজোতে একটা শার্ট বা জিন্স কিনতে দেখিনি। মাকে শাড়ি কিনতে দেখিনি। বাবা নিজের ছেঁড়া শার্ট রিপু করে পরতেন। আর আমার যদি কোনও কিছু পছন্দ হত, সেটা ঠিক কিনে দিতেন। আমার বাবা আমার ভগবান। আমার পৃথিবী। ওঁদের ছাড়া আমি বাঁচতে পারব না।’