সুখবর! নতুন সিরিয়ালে ফিরলেন ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের ময়ূরী ওরফে শ্বেতা মিশ্র

শ্বেতা মিশ্র

‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের ময়ূরী কে মনে পড়ে? আজকের আলোচনায় থাকছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। শ্বেতা টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নয়, অনেকদিন ধরেই রয়েছেন। অভিনয় জগতে প্রথম হাতেখড়ি বড়পর্দা থেকে। ছোটপর্দায় শ্বেতার অভিনয় শুরু ‘জাহানারা’ সিরিয়ালের হাত ধরে।

অনেকদিন ধরেই সিরিয়ালের দর্শকরা খুবই মিস করছেন তাকে। আবারো খলনায়িকা বা অন্য কোনো চরিত্র নিয়ে ফিরে আসুন শ্বেতা, এমনতাই চান অভিনেত্রীর অনুরাগীরা। তাদের জন্য এবার সুখবর।

প্রায় এক বছর পর নতুন সিরিয়ালে ফিরলেন শ্বেতা। স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে যোগ দিয়েছেন অভিনেত্রী। গল্পে তার চরিত্রের নাম রিচা।

তবে পর্দায় খলনায়িকা হিসেবেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এরপর ‘ধুলোকণা’র চড়ুই, ‘ইচ্ছে পুতুল’র ময়ূরী হয়ে তাক লাগিয়ে দিয়েছেন দর্শককে। শ্বেতার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনেকেই। সম্প্রতি তাকে সিরিয়ালে খুব একটা দেখা না গেলেও টুকটাক ওয়েব সিরিজে কাজ করেছেন শ্বেতা। সম্প্রতি নেটফ্লিক্সের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল শ্বেতা কে।