‘আমি চাই মেয়েই হোক…’, পর্দার বাইরে এবার বাস্তবেও কি সুখবর দিতে চলেছেন শ্বেতা?

শ্বেতা ভট্টাচার্য

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। একে অপরের হাতে হাত রেখে জীবনযাত্রা শুরুর প্রায় একবছর পুর্ণ হতে চলেছে। এই মুহূর্তে শ্বেতা ও রুবেল দুজনেই আলাদা ধারাবাহিকে অভিনয়ে ব্যস্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাস্তব আর পর্দার চরিত্রের মিল-অমিল নিয়ে প্রশ্ন উঠতেই কিছুটা চমকে ওঠেন শ্বেতা।এই মুহূর্তে পর্দার শ্যামলী এখন গর্ভবতী। বাস্তবেও কি তেমন কোনও খুশির খবর আসতে চলেছে স্বেতার জীবনে? প্রশ্ন শুনেই লজ্জায় লাল অভিনেত্রী।

শ্বেতা বলেন, ‘যখন সময় হবে, আমি চাই মেয়েই হোক। কন্যা সন্তানের স্বপ্ন দেখি অনেকদিন ধরেই।’ শ্বেতার মুখের লাজুক হাসি, চোখেমুখে আলাদা রকমের উচ্ছ্বাস- সবটাই দর্শকের মনে কৌতুহল জাগিয়েছে, তবে কি বাস্তবেও মা হতে চলেছেন শ্বেতা? এই মুহূর্তে অভিনেত্রী বিষয়টি এড়িয়ে গেলেও সুখবর শোনার অপেক্ষায় দর্শকমহল।

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী চরিত্রে দারুণ প্রশংসা পাচ্ছেন। অন্যদিকে রুবেল অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে শাক্যজিৎ এর ভূমিকায়।