বর্তমান সময়ে টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে বেরেছে দুষ্কৃতীদের স্ক্যামের সংখ্যা। এবার সেইরকমই একটা প্রতারণার ফাঁদে পড়লেন টলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতার সাথে যে এমন ঘটনা ঘটবে সেটা সে নিজেও কল্পনাও করতে পারেননি। এই স্ক্যামের ফাঁদে পড়েই ব্যাংক একাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে শ্বেতার।
স্বম্প্রতি নিজের সাথে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা একটি ভিডিওর মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন শ্বেতা। এমনকি সকলকে সতর্ক করেন। ঘটনাটি ঘটেছে শ্বেতার বাবা-মায়ের সঙ্গে।
শ্বেতা বলেন, ‘আগের শুক্রবার আমার মায়ের ফোনে একটি ফোন আসে অজানা নাম্বার থেকে। যথারীতি আমার মা ফোনটি রিসিভ করে। ফোন করে মাকে বলে আপনার ব্যাংকের কেওয়াইসি বাকি আছে কালকে ব্যাংকে এসে কেওয়াইসি করে যাবেন। তারপর সঙ্গে সঙ্গে ফোন কেটে দেওয়া হয়।’
‘এরপর আবার ওই নাম্বার থেকে দ্বিতীয় বার ফোন আসে। ফোন করে বলা হয় আমরা ক্ষমা চাইছি কালকে শনি আপনার কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে। আপনাকে আমরা এখনই ফোনের মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ করে দিচ্ছি। আমার মা বাবা বয়স্ক, ভেবেছে বাড়িতে বসে যদি কাজ হয়ে যায় তাহলে তো ভালই হয়।’
‘এরপর আমার মায়ের থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়। মায়ের মনে ছিল না তাই বাবা অ্যাকাউন্ট নাম্বারটা বলে দেয়। এরপরে মাকে বলা হয় আপনাকে ভিডিও কল করছি। মা বলে আমি তো এত ভিডিও কল এসব বুঝিনা। তারপরে লোকটি বলে আপনাকে চিন্তা করতে হবে না, আমি যা বলছি আপনি তাই করুন।’
‘মাও বিশ্বাস করে, এরপরে লোকটি ভিডিও কল করে আমার মাকে বলে দেয় স্ক্রীন শেয়ার করতে যেভাবে যেভাবে আমার মাকে বলা হয় আমার মা সেভাবেই সেভাবে মত কাজ করে। আর স্ক্রীন শেয়ার করার ফলে আমার মায়ের ফোনে যাবতি ডিটেলস সে দেখতে পাচ্ছে। তারপর সেখান থেকে ওটিপি নিয়ে আমার মায়ের ব্যাংকের একাউন্ট পুরো ফাঁকা করে দেয়।’
সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/sweta-faces-huge-losses-after-falling-into-scam-trap-30894