‘বিয়ের পর যেভাবে আগলে রেখেছে…’, প্রেম দিবসে বরকে নিয়ে মুখ খুললেন শ্বেতা ভট্টাচার্য

শ্বেতা ভট্টাচার্য

টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কিছুদিন আগেই বিয়ে সেরেছেন তারা। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর নতুন জীবনে পা রেখেছেন শ্বেতা-রুবেল।

বিয়ের পর এই প্রথম ভ্যালেন্টাইন ডে তাদের। প্রেম দিবসে রুবেল কে নিয়ে কি বললেন শ্বেতা? সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে শ্বেতা লেখেন, ‘আমার প্রিয় স্বামী। আমাকে তোমার হৃদয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যখন আমি দুঃখে থাকি তখন আমায় আগলে নেওয়ার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য, আমাকে হাসানোর জন্য তোমায় ধন্যবাদ। তবে সবচেয়ে বেশি যেটা ভালোলাগে, সেটা হলো আমি যেমন, তুমি ঠিক সেই ভাবেই আমায় ভালোবেসেছ। আমিও সেই ভাবেই তোমায় ভালোবাসি। এবং আমি তোমাকে সারাজীবন এ ভাবেই ভালোবাসব।’

শ্বেতা আরও লেখেন, ‘আমি তোমায় এতটুকুই বলতে চাই, তুমি প্রতিদিন এ ভাবেই আমার হৃদয়ে থাকবে। তোমায় ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’

রুবেল তার ভালোবাসার মানুষের জন্য লেখেন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। আমার জীবনে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ।’

সুত্রঃ এই সময়