ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যিনি এই মুহূর্তে জনপ্রিয় ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে এক মহিলা ঢাকির চরিত্রে অভিনয় করছেন। খুব অল্প সময়ের মধ্যে এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। তবে তার এই সাফল্যের পথ খুব একটা সহজ ছিল না।
কিছুদিন আগে ‘দিদি নং ১’-এ উপস্থিত হয়েছিলেন ছোটপর্দার যমুনা ঢাকি অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সেখানে এসেই নিজের জীবনে পরিশ্রমের কথা তুলে ধরেন। অভিনেত্রী জানায়, “একটা সময় কঠোর পরিশ্রমের পর আজ এই জায়গা এসেছেন তিনি। একটা সময় জয়েন্ট ফ্যামিলি ছিল তাদের। মাঝেমধ্যে এমন দিন গেছে দুপুরে নুন দিয়ে ভাতটা জুটলেও রাতে খাওয়ার মতো কিছু জুটত না”।
View this post on Instagram
শ্বেতা বলেন, “একবার একটা বন্ধুদের বাড়িতে গিয়ে তাদের বাথরুম খুলেছিলাম আর ভাবছিলাম এত বড় বাথরুম। এটা তো আমাদের ঘর। আসলে বড়লোকদের বাথরুমের মতো একটা ছোট ঘরে থাকতাম”।
অভিনেত্রী আরও জানায়, “ছোট থেকে মাকে কোনোদিন শাড়ি কিনতে দেখিনি। এমনকি বাবা শার্ট বা জিনিস রিপু করে পরত। বাবা-মা প্রচুর কষ্ট করেছে। আমি মৃত্যুর আগে পর্যন্ত আমার জীবন বাবা-মার জন্য উৎসর্গ করে যেতে চাই”।
অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অভিনয়ের পাশাপাশি অসাধারণ নাচ করেন। আর নাচের সুত্র ধরেই ‘ডান্স বাংলা ডান্সে’ প্রথম সুযোগ পায়। তখন অভিনেত্রী দশম শ্রেণিতে পড়ে। সেখান থেকেই ধারাবাহিকের অভিনয় সুযোগ আসে। কিন্তু তখন অভিনয়ের ‘অ’ জানতেন না তিনি। বাবা-মা সাহস যোগায়। আর তাদের আশীর্বাদেই আজ তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী।
View this post on Instagram