সামনেই শ্বেতা রুবেলের বিয়ে, আর এই হাওয়া টেলি পাড়ায় ভাসছে। এর আগে বহুবার এই গুঞ্জন উঠলে তারা জানিয়েছিলেন এখনো কিছু ঠিক হয়নি। তবে সম্প্রতি রটে যাওয়া খবর নিয়ে অস্বীকার করেনি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর অভিনেতা রুবেল দাস।
বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। আর তার আগেই আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শুটিং সেটেই আইবুড়ো ভাত খেতে দেখা গেল তাকে।
না, এই আইবুড়ো ভাত তার সহকর্মীরা আয়োজন করেনি বরং এক অনুরাগী তাকে প্রথম আইবুড়ো খাওয়ালেন। শ্যামলী লুকেই অভিনেত্রী আইবুড়ো ভাত খেতে বসেন। হিন্দুস্তান টাইম বাংলার পক্ষ থেকে সেই সব ছবি শেয়ার করা হয়েছে।