‘বাথরুমের থেকেও ছোট ঘর, দিনের বেলা নুন-ভাত জুটলেও রাতের বেলায় জুটত না’, চরম অভাবের দিন কাটিয়ে আজ টেলিভিশনের সফল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, বাংলা টেলিভিশনের পর্দার জনপ্রিয় মুখ। বর্তমানে অভিনয় করছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। এর আগে একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন।

টেলিভিশন পর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর বড়পর্দায় দেবের সাথেও কাজ করেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, শ্বেতা ভট্টাচার্যের ক্যারিয়ার এখন তুঙ্গে। তবে এত সফলতা খুব সহজে আসেনি। অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন অভিনেত্রী।

একসময় দাদাগিরির মঞ্চে এসে নিজের সেই পুরনো তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী। সৌরভ গাঙ্গুলিকে শ্বেতা জানিয়েছিলেন, ‘একটা সময় জয়েন্ট ফ্যামিলি ছিল। মাঝেমধ্যে এমন দিন গেছে দুপুরে নুন দিয়ে ভাতটা জুটলেও রাতে খাওয়ার মতো কিছু জুটত না। ছোট থেকে মাকে কোনোদিন শাড়ি কিনতে দেখিনি। এমনকি বাবা শার্ট বা জিনিস রিপু করে পরত। বাবা-মা প্রচুর কষ্ট করেছে। আমি, মা-বাবা যে ঘরটায় থাকতাম কারুর বাথরুমও ওতো ছোট হয় না। তখন মনের মধ্যে চলত মা-বাবা’র জন্য কিছু করতে হবে। এখন মা-বাবা’কে দুটো ফ্ল্যাট করে দিতে পেরেছি। আমি মৃত্যুর আগে পর্যন্ত আমার জীবন বাবা-মার জন্য উৎসর্গ করে যেতে চাই।’