সদ্যই ইন্ডিয়ান আইডল-এর রানার আপের মুকুট পড়ে কলকাতায় ফিরেছেন শুভজিৎ চক্রবর্তী। পানওয়ালা থেকে ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে গান গাওয়ার জার্নি শুনলে অবাক হবেন আপনিও। খড়পুরের চাঙ্গুয়ালে মাটির ঘরে থেকেই বাবার কাছে গান শেখা শুভজিৎ-এর। লেখাপড়া করার পাশাপাশি একটু বড় হতেই মায়ের সঙ্গে পানের দোকানেও বসত শুভজিৎ।
সেখান থেকে সুপার সিঙ্গার সিজন ৩-তেও জায়গা করে নিয়েছিল সে। অবশেষে ইন্ডিয়ান আইডল-এর ট্রফি হাতে ঘরে ফিরল গায়ক। বাড়ি ফিরে নিজের সঙ্গীত গুরুদের সঙ্গে দেখা করতে যান শুভজিৎ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গীত গুরুদের সঙ্গে বেশকিছু ছবি পোস্ট করে শুভজিৎ লেখেন, ‘ইন্ডিয়ান আইডল জার্নি শেষে দীর্ঘ দিন পর আমি আমার সঙ্গীত ক্লাসে গিয়েছিলাম গুরুজি, গুরুমা, জোজো দাদার কাছ থেকে আশীর্বাদ নিতে। আমার ললিতকলা পরিবারের কাছ থেকে সমস্ত ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমি ধন্য।’
সেখান থেকেই জানা যায়, সঙ্গীত অ্যাকাডেমি ললিত কলার ছাত্র শুভজিৎ। ইন্ডিয়ান আইডল জয়ী মানসী ঘোষও এই একই সঙ্গীত অ্যাকাডেমির ছাত্রী।
View this post on Instagram