‘রাঙা বউ’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস, নায়ক কে?

অভিনেত্রী শ্রুতি দাস

অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরতে চলেছে। হ্যাঁ, আবারও বহুদিন পর টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘রাঙা বউ’ ধারাবাহিকে। এই সিরিয়ালের পর তাকে বড়পর্দা আর ওয়েব সিরিজে কাজ করতে দেখা গেলেও ছোটপর্দায় দেখা যায়নি।

বলে রাখি, বাংলা সিরিয়ালের ফেরার খবর অভিনেত্রী দেননি। বরং টেলিপাড়ার সুত্রের খবর, জি-বাংলায় আসবে আরও এক নতুন ধারাবাহিক। যেখানে নায়িকার চরিত্রে দেখা মিলবে শ্রুতিকে। তবে এখনো অফিসিয়ালি এই ব্যাপারে ঘোষণা হয়নি।

ধারাবাহিকের গল্প কেমন হতে চলেছে, কোন চরিত্রে থাকবেন শ্রুতি অথবা তার বিপরীতে কে নায়ক হবেন এখনো সেই বিষয়ে বিস্তারিত কিছু সামনে আসেনি। তবে কানাঘুষো, পরিচিত মুখকেই দেখা যাবে অভিনেত্রীর বিপরীতে। এখন শুধু অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা।