টেলিভিশন পর্দায় বেশ কিছু সিরিয়াল আছে যা দর্শকের মনে আজীবন বেঁচে থাকবে। পুরনো ধারাবাহিকগুলি যেন আলাদা একটা প্রান ছিল। যা এখনকার ধারাবাহিকে খুঁজলেও পাওয়া যাবে না। সেই সমস্ত ধারাবাহিকে এমন কিছু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন, যারা নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মনে ছাপ ফেলে গিয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেককে আজ আর খুঁজেই পাওয়া যায় না। যেমন ধরুন- স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সংসার সুখের হয় রমণীর গুনে’র নায়ক ও নায়িকা।
সিরিয়ালটি চাইলেও দর্শক ভুলে থাকতে পারবেন না। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে ছিল লক্ষ্মী আর বিষ্টু। পর্দায় এই জুটির কেমেস্ট্রি দর্শকের ব্যাপক প্রশংসা পেয়েছে একটা সময়। কিন্তু এই দুজন আজ আর কোনও ধারাবাহিকে নেই। যদিও লক্ষ্মী চরিত্রে অভিনেত্রী বিজয়লক্ষী চ্যাটার্জিকে মাঝেমধ্যে রিয়েলিটি শো’তে দেখা যায়। এমনকি সদ্য ওয়েব সিরিজেও পা রেখেছেন এই অভিনেত্রী। কিন্তু ‘সংসার সুখের হয় রমণীর গুনে’ সিরিয়ালের নায়ক বিষ্টু? কোথায় হারিয়ে গেল অভিনেতা শুকদীপ ঘোষ।
অভিনেতা শুকদীপ ঘোষ ‘সংসার সুখের হয় রমণীর গুনে’ সিরিয়ালের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই সময় তার বয়স অনেকটাই কম ছিল। তবে তার অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। এই ধারাবাহিকের পর তাকে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে মুরলিধর দাস অর্থাৎ অরিন্দম সান্যাল এর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কিন্তু এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে।
এমনকি সোশ্যাল মিডিয়ায় তার কোনও একাউন্টও নেই। কেউ তার খবরও জানে না। আর তাকে পর্দায় দেখা যাবে কিনা সেটাও অনিশ্চিত।