বর্তমানে ইউভান ইয়ালিনিকে নিয়ে চুটিয়ে সংসার করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের প্রথম সন্তান ইউভান জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছিল। সমানভাবে জনপ্রিয় বছর দুইয়ের ইয়ালিনিও। তবে জানলে হয়ত অবাক হবেন, ইউভানের জন্মের আগেই কিন্তু মা হয়েছেন শুভশ্রী।
অনেকের কাছেই বিষয়টি অজানা। ইউভানের আগেও এক ছেলে রয়েছে শুভশ্রীর। কিন্তু কে সে? কি তার পরিচয়? শুভশ্রীর প্রথম ছেলের নাম অনীশ। যদিও এখন সদে অনেকটাই বড়। পড়াশোনা আর কাজের সূত্রে কলকাতার বাইরে থাকে অনীশ। শহরে ফিরলেই ইউভান আর ইয়ালিনির সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন অনীশ।
অনীশ আর কেউ না শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে। সম্পর্কে অনীশের মাসি হন শুভশ্রী। দিদির ছেলে হলেও মাসির ভালোবাসা মায়ের ভালোবাসাকেও ছাপিয়ে যায় মাঝেমাঝে। মাসিকে চোখে হারান অনীশ।
শুভশ্রীর দিদি দেবশ্রী যখন ডিভোর্স হয়, তখন অনীশের বয়স মাত্র ছয়। একা সংসার চালাতে ফোকাস করতে হবে কেরিয়ারে। তাই ছেলেকে রাখতে চেয়েছিলেন দার্জিলিংয়ের এক বোর্ডিং স্কুলে। ভর্তির সময় টাকা কম পড়েছিল, দিদির পাশে এসে দাড়িয়েছিলেন শুভশ্রীই।
দিদি দেবশ্রী একবার জানিয়েছিলেন, ‘আমার বোন তো বলে ক্লাস এইট থেকেই ও মা হয়ে গিয়েছে। অনীশকে ও আমার মতো করেই ভালোবাসে। আমার যখন বিচ্ছেদ হল শুভ বুঝত আমার মন খারাপ। বারবার বলত অনীশকে নিয়ে ঘুরে আসতে। কিন্তু কীভাবে যাব! আমার তখন টানাটানির সংসার। শুনে ও মুখে কিছু বলেনি। শুধু নিজের ডেবিট কার্ডটা এগিয়ে দিয়েছিল। ওদেরকে পাশে না পেলে আমি হয়তো লড়াইটা জিততে পারতাম না।’


