একসময় অডিশন দিতে এসে গায়ের রংয়ের জন্য হতে হয়েছিল তাকে অপমানিত, আজ সেই মেয়েই সিরিয়ালের গন্ডি পেরিয়ে বড়পর্দায়। ছবির নাম ‘আমার বস’। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই বড়পর্দায় পা রাখলেন ছোটপর্দার রাঙাবউ ওরফে শ্রুতি দাস।
প্রথম সিনেমায় কিংবদন্তী অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে স্ক্রিনস্পেস ভাগ। শ্রুতির জন্য সবকিছু স্বপ্নের মতো। স্বাভাবিকভাবে মেয়ের সাফল্য গর্বিত অভিনেত্রীর বাবা-মা।
নিজের প্রথম সিনেমার ট্রেলার লঞ্চের দিন বাবা-মাকে পাশে রেখেই উদযাপন করলেন শ্রুতি। বাবা-মার হাত শ্রুতিকে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দিতে দেখা যায়।
View this post on Instagram
অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় মঞ্চে পারফর্ম করছে শ্রুতি আর। আর মুগ্ধ চোখে মেয়ের পারফর্মেন্স দেখছে শ্রুতির বাবা-মা। একদিকে অভিনেত্রীর মা ছবি তুলছে, অন্যদিকে অভিনেত্রীর বাবা হাততালি দিচ্ছেন। ভিডিও শেয়ার করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান শ্রুতি।
View this post on Instagram