২ বছর যুদ্ধ জয় শ্রুতির! বিবাহবার্ষিকীতে আদুরে পোস্ট অভিনেত্রীর

 শ্রুতি দাস

২০২৩ সালে একসাথে পথচলা শুরু করেছিলেন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। দুজনেই ইন্ডাস্ট্রির পরিচিত দুই মুখ। শ্রুতি এবং স্বর্ণেন্দুর বয়সের অনেকটা ফারাক থাকার কারণে অভিনেত্রীর বিয়ের সময় তাকে শুনতে হয়েছিল কটাক্ষ। তবে সবকিছুকে উপেক্ষা করে সুখে দুঃখে দুটি বছর কাটিয়ে ফেললেন এই তারকা দম্পতি।

৯ জুলাই, আজ তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে আবেগঘন পোস্ট শেয়ার করলেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রুতি লেখেন,‘যুদ্ধ জয়ের দ্বিতীয় বছর। ৭৩০ দিন হয়ে গেল অফিশিয়ালি মিসেস শ্রুতি স্বর্ণেন্দু সমাদ্দার হওয়ার।’

শ্রুতি দাস

বিয়ের দিন শ্রুতি এবং স্বর্ণেন্দু দুজনেই সেজেছিলেন সাদা পোশাকে। সোনার গয়না নয়, সেজেছিলেন রুপোর গয়নায়। ছোটপর্দা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেন শ্রুতি। সম্প্রতি বড়পর্দাতেও নিজের পরিচিতি গড়েছেন অভিনেত্রী। অন্যদিকে একাধিক সিরিয়াল থেকে ওয়েব সিরিজ পরিচালনা করেছেন স্বর্ণেন্দু।