ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন বড় পর্দা, ওয়েব সিরিজের অভিনেত্রী। হ্যাঁ, কথা হচ্ছে ছোটপর্দার ‘ত্রিনয়নি’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাস কে নিয়ে। তবে শেষবারের মত তাকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘রাঙাবউ’ -তে দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে ছোটপর্দায় সেভাবে দেখা মেলেনি অভিনেত্রীর।
গত বছর ডিসেম্বরে শেষ হয়েছিল ‘রাঙাবউ’ । গোটা একটা বছরের বিরতিতে বেজায় মন খারাপ অভিনেত্রীর। আর তাই নিজের সেই মন খারাপের কথা সমাজ মাধ্যমের পাতায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রুতি।
‘রাঙাবউ’ লুকের একটি ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, ‘রাঙাবউ শেষ সম্প্রচারিত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তারপর ২০২৪ সালে আমার কাছে দুটো দুর্দান্ত সুযোগ এসেছিল। একটি হল ‘আমার বস’ আর অন্যটি হল ‘ডাইনি’। কিন্তু এর পরও এই বছরটা আমার কেরিয়ারের জন্য সেরা বছর নয়। কারণ আমি এই বছর মাত্র ১৮-২০ দিন শ্যুটিং করেছি। কিন্তু এই বছরটা বাস্তবতা এবং অনিশ্চয়তা উপলব্ধি করার জন্য সেরা বছর ছিল। এটা আমাকে আরও শক্তিশালী, আরও ইতিবাচক ও আশাবাদী করে তুলেছে। আমার ফোকাস আরও বাড়িয়েছে। এখন আমি কেবল ভালো কিছুর জন্য অপেক্ষা করছি।’
পাশাপাশি দর্শকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী। এই প্রসঙ্গে শ্রুতি লেখেন, ‘আপনারা এখন আমাকে আর নিয়মিত পর্দায় দেখেন না। তার পরও যে আমাকে যে নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি চিরকাল মহাবিশ্বের কাছে কৃতজ্ঞ থাকব। আর সব শেষ বলব, রাঙাবউ আমার কাছে সব সময় বিশেষ থাকবে। কারণ এই মেগা করে আমি আমার বাবা-মায়ের জন্য আমার স্বপ্নের বাড়ি কিনেছিলাম। এই মেগা আমাকে একজনের স্ত্রী হওয়ার নতুন পরিচয় দিয়েছে।’
গত বছরেই উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় ‘আমার বস’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন শ্রুতি, এরপর ‘ডাইনি’ নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে এই মুহূর্তে আর কোন নতুন কাজের খবর প্রকাশ্যে আনেননি শ্রুতি।