যারা সিরিয়াল প্রেমী, তারা আশাকরি অভিনেত্রী শ্রুতি দাসকে চেনেন। ত্রিনয়নী, দেশের মাটি, রাঙা বউ-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় সত্ত্বা দিয়ে শ্রুতি জয় করেছে মানুষের মন।
সিরিয়ালের পাশাপাশি বড়পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। এককথায় কঠোর চেষ্টার পর শ্রুতির ক্যারিয়ার এখন তুঙ্গে। কর্মজীবনের পাশাপাশি গুচ্ছিয়ে সংসার করছে অভিনেত্রী। তবে এবার সংসারে নতুন অতিথি নিয়ে এলেন শ্রুতি। কে এই নতুন সদস্য?
শ্রুতি’র ঘরে নতুন অতিথি হলেন শ্রীরামের ভক্ত হনুমানজি। হ্যাঁ, হনুমানজয়ন্তীর দিন নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। নতুন সদস্যের নাম রাখেন ‘বজরংগী’ ছোট বজরংবলীর মূর্তি নিয়ে এসেছে ঘরে। নিষ্ঠাসহকারে ও ভক্তি ভরে হনুমানজির পুজো করেছেন অভিনেত্রী।
ছবি পোস্ট করে শ্রুতি লেখেন, ‘সবাইকে রক্ষা করো। আমাদের বাড়ির নতুন সদস্য। ওঁর নাম “বজরংগী”
জয় শ্রী রাম। জয় বজরংবলি’।
View this post on Instagram