
‘ত্রিনয়নী’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। এরপর প্রায় দু’বছরের বিরতি। এরপর ‘রাঙা বউ’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শ্রুতি। বড় পর্দা এবং ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।
বড়পর্দায় কাজ করলেও আজও অভিনেত্রীর মন পরে আছে ধারাবাহিকের চরিত্রের মধ্যে। সম্প্রতি শ্রুতির পোস্ট করা দুটি ছবি যার মধ্যে একটিতে রয়েছে বেশ কয়েকটি মাটির বাটি, রঙ এবং তুলি। অন্যটিতে রয়েছে দুটি কাঠের চুড়ি, একটি গলার হার এবং একটি কাঠের বাক্স।
না, ছবি গুলিতে কোন আগাম চরিত্রের বার্তা দিচ্ছেন না শ্রুতি। শ্রুতি লেখেন, ‘চেষ্টা করি প্রত্যেকবার প্রত্যেকটি চরিত্র থেকে বেরিয়ে যাওয়ার পর তার স্মৃতিটুকু সযত্নে তুলে রাখতে। কাটোয়ার বাড়ি এসে ঘর গোছাতে গিয়ে আবার চোখের সামনে সব ভেসে উঠলো। রাঙা বউ আমার দু’বছর বিরতির পর কামব্যাক প্রজেক্ট ছিল। এই দুই বছরের ছোট পর্দা থেকে বিরতির পর আবার একদিন সবার ঘরে ঘরে ফিরে আসবে সবার আশীর্বাদে।’
শ্রুতি আরও লেখেন, ‘আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো জি বাংলার কাছে। আমাকে পাখি উপহার দেওয়ার জন্য। আমার পাখির সাজানোর বাক্সটা একেবারেই দিয়ে দেওয়ার জন্য পুষ্করকে অনেক অনেক ধন্যবাদ।’
View this post on Instagram