ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্রুতি দাস। যিনি জনপ্রিয় দুটি ধারাবাহিক ‘ত্রিনয়নী’ এবং ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন। তার অভিনীত ‘ত্রিনয়নী’ তামিল রিমেক হতে চলেছে। স্বাভাবিক ভাবেই খুশি অভিনেত্রী। ‘ত্রিনয়নী’র হাত ধরেই আবারও লাইম লাইটে অভিনেত্রী।
এই মুহূর্তে তার হাতে কোনও নতুন ধারাবাহিক না থাকলেও খুব শীঘ্রই নতুন রূপে ফিরবেন এমনটাই এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। আসলে ‘দেশের মাটি’র পর হাত কাজ নেই অভিনেত্রীর কাছে। তার ধারাবাহিকে অন্যান্যরা পর্দায় কাজ করলেও তার সুযোগ হয়নি। এমনকি সুযোগ এলেও তার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে। কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয় তিনি। খুব শীঘ্রই নতুন ভাবে ফিরবেন তিনি এমনই আশ্বাস দিয়েছেন।
শ্রুতি দাস অভিনীত ধারাবাহিক ‘ত্রিনয়নী’ তামিল ছাড়াও একাধিক ভাষায় রিমেক হয়েছে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই সময় ডিজিটাল-কে অভিনেত্রী বললেন, প্রথম কাজ সকলের কাছেই মনে রাখার মতো হয়। আমার কাছেও আমার প্রথম কাজটা খুবই স্পেশ্যাল ছিল। সেই কাজটা শেষ হওয়ার এত বছর পর এতগুলো ভাষায় কাজটির রিমেক হতে দেখছি। খুবই ভালো একটা অনুভুতি কাজ করছে”।
শ্রুতি আরও জানিয়েছে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেছেন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে। গল্পটি মানুষের ভালো লেগেছে বলেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। এমনকি অভিনেত্রী জানান, ‘ত্রিনয়নী ২’ তৈরি হয় তাহলে কাজ করতে রাজী সে।
অভিনেত্রী নিজের স্বপ্নের কথাও শেয়ার করছেন এই সংবাদমাধ্যমের কাছে। তিনি জানান, “আমার স্বপ্নের চরিত্র মহানায়িকা সুচিত্রা সেন”। কখনো সুযোগ পেলে মহানায়িকার ভূমিকায় অভিনয় করতে চান ‘দেশের মাটি’র নোয়া।
source: eisamay . com