‘ত্রিনয়নী’,‘দেশের মাটি’ দুটি জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন লড়াকু অভিনেত্রী শ্রুতি দাস। পর্দায় নিজেকে প্রমাণ করে দর্শকের মনে জায়গা দখল করে নিয়েছিলেন এই মেয়েটি। পেয়েছিলেন অনুরাগীদের অগাধ ভালোবাসা, সাথে জুটেছিল নিন্দুকের সমালোচনা। এমনকি গায়ের রং নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।
কেরিয়ারের শুরু থেকেই গায়ের রঙ নিয়ে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয় ‘রাঙা বউ’ খ্যাত অভিনেত্রীকে। একের পর এক অশ্রাব্য কটূক্তির শিকার হন শ্রুতি। এমনকি অডিশন দিতে গিয়ে তাকে নাকি শুনতে হয়েছিল, তাকে সামনে এক ও ছবিতে আরেক দেখতে। এরজন্য বহুবার নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছিল তাকে।
কিন্তু অন্যায় সহ্য করে বসে থাকার মেয়ে তো শ্রুতি নন। নেটিজেনদের তীব্র সমালোচনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই লড়াকু অভিনেত্রী।
তবে এসবের জন্য কোনদিনই চুপ থাকেননি শ্রুতি। দর্শক মহলে বরাবরই স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত সে। তাই তিনি সবরকম পরিস্থিতিতে স্ট্রং থাকেন। ত্রিনয়নী ধারাবাহিকে কাজ করতে গিয়েই পরিচালক স্বর্ণেন্দুর সাথে সাত পাকে বাঁধা পরেন অভিনেত্রী। বর্তমানে ছোটপর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দাতেও কাজ করছেন শ্রুতি।
সুত্রঃ https: //binodonxp . com/entertainment/tollywood/shruti-das-struggle-story-23116