আর গৃহবধূ চরিত্রে নয়! এবার ‘নিশা’ হয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস, কোন চ্যানেল?

অভিনেত্রী শ্রুতি দাস

দীর্ঘ এক বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল রাঙা বউ ধারাবাহিকে। এরপর বড়পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করলেও ছোটপর্দায় তার দেখা মেলেনি।

ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন শ্রুতি অবশেষে পরিচালক-প্রযোজক সুশান্ত দাসের আসন্ন ধারাবাহিকের নায়িকা তিনি। আবারও সেই জি-বাংলা। তবে এবার আগের মতো গৃহবধূ কোনও চরিত্রে ফিরছেন না শ্রুতি বরং অন্য রকম চরিত্রে অন্যরকম লুকে দেখা মিলবে তার।

দুই বোনের গল্প নিয়ে জি-বাংলার পর্দায় আসছে নতুন মেগা। এই মেগার নায়িকা শ্রুতি। আরেক বোনের চরিত্রে দেখা মিলবে আরাত্রিকা মাইতির। বড় বোন নিশা চরিত্রে অভিনয় করবেন শ্রুতি। যার লক্ষ্য কোনও উপায়ে কোটিপতি হওয়া। খুব শীঘ্রই শুরু হবে ধারাবাহিকের শুটিং।

প্রসঙ্গত, এর আগে ত্রিনয়নী, দেশের মাটি ধারাবাহিকের অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।