জমে উঠেছে ইন্ডিয়ান আইডল ১৫। আপাতত ৮ জন রয়েছে। ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে এই শো। সেরা ৮ এর তালিকায় রয়েছে মানসী ঘোষ, স্নেহা শংকর, মিশমি বসু, অনিরুদ্ধ সুস্বরম, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত, চৈতন্য মৌলি, রাগিনী শিন্ড।
মানসী ঘোষ ইতিমধ্যে চর্চায় রয়েছে। তার সুরেলা কণ্ঠে দিনের পর দিন দর্শক থেকে বিচারকদের মুগ্ধ করছে। তবে এবার বাংলার মেয়ের গাওয়া গান একেবারেই পছন্দ হয়নি দর্শকের।
শ্রেয়ার জন্মদিনে স্পেশাল পর্বে করিনা ও শাহিদের সিনেমা ‘জব উই মেট’-এর ‘হা কোই তো বজা’ গানটি গায়। এই গানটি শ্রেয়া ঘোষালের গাওয়া গান। তবে মানসী এই গান করার সময় বদলে দেয়। গানটি গাওয়ার সময় কান জ্যাস স্টাইল। আর তার গান শুনে শ্রেয়া বলেন, ‘মানসী এটা কী গাইলে তুমি! আমি তো কোনোদিন ভাবিওনি জ্যাস ফরম্যাটে গাওয়া যেতে পারে…’। বিচারক বিশাল বলেন, আমার তো মনে হয় প্রীতমও আশা করেনি এই গানের সঙ্গে এসব করা যায়। কেউ ভাবেনি কেউ না।’
তবে মানসীর গায়িকির ঢঙ একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের। অধিকাংশ নেটিজেন দাবি। ‘মানসীর গলা সুন্দর হলেও গানটি নষ্ট করে ফেলল।’ শ্রেয়া ঘোষাল কীভাবে এই জ্ঞানের প্রশংসা জানালেন ভেবেই অবাক দর্শক।
View this post on Instagram