অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যকে মনে আছে? যিনি স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকের টিকলি (Tikli) চরিত্রে দর্শকের মন জিতেছিলেন। সাবলীল অভিনয়ের জন্যই দর্শকের ভালোবাসা পেয়েছিলেন।
‘মেয়েবেলা’র হাত ধরেই প্রথম সিরিয়ালে পা রাখেন শ্রেয়া। এরপর তাকে আর বাংলা ধারাবাহিকে দেখা যায়নি। যদিও তিনি ওয়েব সিরিজে জনপ্রিয় মুখ। এছাড়াও বড়পর্দায় কাজ করেছেন।
এবার একটি নতুন প্রোজেক্টে দেখা যাবে তাকে। ছোটপর্দা নয়, বড়পর্দায় আসছে নতুন ছবি ‘আদিম’। কৌতুক ছবির গল্পে থাকবে টানটান রহস্য। পরিচালনায় রয়েছে অমিতাভ চট্টোপাধ্যায়। শ্রেয়ার বিপরীতে থাকবেন যুধাজিৎ সরকার। জানা যাচ্ছে বছরের মাঝামাঝি সময় বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।