৪১-এ পা! ইন্ডিয়ান আইডল মঞ্চে ধুমধাম করে পালন হল শ্রেয়া ঘোষালের জন্মদিন, কেঁদে ভাসালেন গায়িকা

গায়িকা শ্রেয়া ঘোষাল

১২ মার্চ ৪১ বছরে পা দিলেন ভারতীয় সঙ্গীতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তার বিশেষ দিনটি আরও বিশেষ করে তুলেছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর গোটা টিমের সদস্যরা। তাদের থেকে এত ভালোবাসা পাওয়ার পর আপ্লুত অভিনেত্রী। নিজেই সেই ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট করেন শ্রেয়া।

গায়িকার করা পোস্ট ভিডিওতে দেখা যাচ্ছে। অভিনব ভাবে শ্রেয়াকে জন্মদিনে সারপ্রাইজ দিয়েছেন তারা। শ্রেয়ার মেকআপ ভ্যান টি বেলুন কেক দিয়ে সাজিয়েছে, আর এই ঘরে ঢুকতেই অবাক হয়ে গায়িকা বলে ওঠেন ‘হে ঈশ্বর! এসব কী!’

এরপর দেখা শ্রেয়াকে রানীর মতো সাজিয়ে মঞ্চে স্বাগতম জানান প্রতিযোগীরা। এরপর মঞ্চে গায়িকা কেক কাটার মুহূর্তে ছিল বিশেষ সারপ্রাইজ। স্ক্রিনে ভেসে ওঠে শ্রেয়ার ছোট ছবি। আর তারপরেই মঞ্চে এন্ট্রি নেন তার মা। পুরো বিষটায় শ্রেয়া এতটাই ইমোশন হয়ে পড়েন সেন সহ-বিচারকদের গলা জড়িয়ে ধরেন।

ভিডিও পোস্ট করে গায়িকা লেখেন, “আমার জন্মদিনে ইন্ডিয়ান আইডলের সেটে অসীম চমকে ভরা একটি দিন 🥹🩷 আমার চোখে আনন্দের অশ্রু, যখন আমি ইন্ডিয়ান আইডলের মঞ্চে আমার বাবা-মাকে দেখেছিলাম তখন আমার সত্যিই ৫ বছরের মেয়ের মতো অনুভূতি হয়েছিল.. পুরো জীবনটা আমার চোখের সামনে একটা ফ্ল্যাশব্যাকে চলে গেল.. দলের প্রতিটি ব্যক্তি, আমার বন্ধুরা, প্রতিযোগীরা এটিকে এত বিশেষ করে তুলেছে!”

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)