সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিকাগোর NABC ২০২৪ এর একটি ভিডিয়ো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা থেকে একাধিক তারকারা। উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালও।
সেখানে শ্রেয়া ঘোষালকে পারফর্ম করতে দেখা যায়। তবে আশ্চর্যের বিষয় সেখানে হিন্দি গান মতেই গাননি বরং তুলে ধরেন স্বর্ণযুগের বাংলা গান। বাংলা থেকে একাধিক তারকা গিয়ে যেখানে সকলেই হিন্দি গান করেন সেখানে একমাত্র শ্রেয়াই বাংলা গান করেন। এমনকি সেখানে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে গান শ্রোতারা।
আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ায় সকলেই মুগ্ধ হয়ে গেছে শ্রেয়া ঘোষালের প্রতি। বাংলার মেয়ে হয়ে কীভাবে বিদেশের মাটিতে বাংলা মুখ উজ্জ্বল করতে হয় তা জানে গায়িকা। ভাইরাল ভিডিওতে শ্রেয়াকে বাংলা গান ‘ঘুম ঘুম চাঁদ’ গাইতে শোনা যাচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিছু বাংলার গায়ক-গায়িকারাও যেমন ইমন চক্রবর্তী, রূপম ইসলাম সহ আরও অনেকে।
Superb performance of Shreya Ghoshal at NABC, Chicago.
Unfortunately NABC is basically a cultural event unlike FeTNA but we hope the effort of @GargaC to make it a more holistic one for Bengalis (both Overseas and Indian) would be successful in future. pic.twitter.com/4t5pBMOuvX
— Sankalan Ghosh (@Sankalanghosh19) July 9, 2024