কিছুদিন আগেই আপনাদের সুখবর জানিয়েছিলাম মা হতে চলেছেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী শ্রদ্ধা আর্য। হিন্দি জনপ্রিয় ধারাবাহিক ‘কুণ্ডলী ভাগ্য’ অভিনয় করেছিলেন। নিজের সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছিলেন ইনস্টা হ্যান্ডেলে।
বলি পাড়ার সূত্রের খবর অনুযায়ী, যমজ সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। শ্রদ্ধার কোল জুড়ে এসেছে এক ছেলে এবং এক মেয়ে। খুশির হাওয়া গোটা পরিবারে।
যমজ সন্তানকে কোলে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন শ্রদ্ধা এবং লেখেন, ‘আনন্দের দুটি ছোট বান্ডিল আমাদের পরিবারকে সম্পূর্ণ করেছে। আমাদের হৃদয় দ্বিগুণ পূর্ণ হয়!’
Instagram-এ এই পোস্টটি দেখুন