ছেলেকে সোনার পৈতে পরিয়ে ‘শো অফ’, ট্রোলারদের যোগ্য জবাব দিলেন সুদীপা

সুদীপা চ্যাটার্জী

সদ্য সোনার নতুন কালেকশন নিয়ে শো-রুম খুলেছেন রান্নাঘরের সুদীপা চ্যাটার্জী। পাশাপাশি তার শাড়ির ব্যবসা এবং নিজস্ব রেস্তরাঁ রয়েছে। তার নতুন পদক্ষেপে তার অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। কিন্তু ধনতেরাসের দিন সোনার কালেকশন নিয়ে ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী।

ধনতেরাসের উপলক্ষে গ্রাহকদের জন্য তার তৈরি সোনার কালেকশনের বিশেষ চমক ছিল সোনার পৈতে। সুদীপা মডেল হিসাবে বেছে নিয়েছিলেন তার ছোট ছেলে আদিদেবকে। আদিদেবের গলায় সোনার পৈতে পরিয়ে ছবি তোলেন সুদীপা। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে তার স্টোরে সকলকে আমন্ত্রণ জানায়। আর সেখানেই ঘটে বিপত্তি। এরপরই ব্যাপকভাবে কটাক্ষের শিকার হয় রান্নাঘরের রানী। যদিও এই কটাক্ষে চুপ ছিলেন না তিনি। ট্রোলারদের যোগ্য জবাবও দেন সুদীপা।

সুদীপা তার পোস্টে সোনার পৈতে এবং উপনয়ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখেন এবং সর্বশেষে লেখেন  “আগেকার দিনের মানুষ সোনার পৈতে পরতো। সেরকমই একটি প্রয়াস। কেমন লাগলো-জানাবেন। ছোটদের পৈতে মাত্র ৪০-৪৫ গ্রামে তৈরী। দেখতে আজই চলে আসুন- ১৫, বন্ডেল রোডে। সুদীপা চ্যাটার্জ্জী স্টোরে। আজ রাত ২:৩০’টে অবধি খোলা।”

আদিদেবের গলায় সোনার পৈতে পরা ছবি পোস্ট করতেই একের পর কটাক্ষের তীর ধেয়ে আসে সুদীপার দিকে। কেউ কেউ মন্তব্য করেন, “ছেলেকে সোনার পৈতে পরিয়ে ‘শো-অফ’ করছেন সুদীপা”। আবার একজন লিখেছেন, “চাণক্য উবাচ…… প্রয়োজনের অতিরিক্ত যাহা তাহা বিষ …শুধু ধনী মানুষরা যদি এটা বুঝতো….”। এই মন্তব্যের কড়া জবাব দিয়ে সুদীপা লেখেন, “নিজের বুদ্ধি,আর পরের টাকা- সবসময়ে বেশি মনে হয়। – উবাচ( সুদীপা শিষ্যা)”।

আবার কেউ পোস্টে মন্তব্য করেছেন, “40-45 গ্রাম মাত্র। কোনও আইডিয়া আছে যে সাধারণ মানুষের কাছে এই মাত্র কথাটা ঠিক কেমন লাগে”? এইরকম মন্তব্য উপচে পড়ছে তার পোস্টে।  সুদীপা তাদের উদ্দেশ্যে জানান, “নেগেটিভ কিছু বলতেই হবে না? তাহলে এটাও বলুন তো- আজ রাত অবধি,সোনার দোকানের বাইরে লাইন দেবেন কারা? নিশ্চয়ই সে বিষয়েও আপনার মন্তব্য ও গভীর চিন্তাভাবনা আছে?”। আবার অনেক নেটিজেনদের প্রশংসাও পেয়েছেন সুদীপা। তাদের উদ্দেশ্যে তিনি লেখেন, “যাক! বেশিরভাগ মানুষ ঠিকই বুঝেছে। বাকিদের বোঝানোর দায়িত্ব আমার নয়।”

সূত্রঃ- ichorepaka . in/sudipa-chatterjee-trolled-for-wearing-golden-poite-too-her-son-adidev-chatterjee/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here